সিরিয়ায় গণকবরে মিলেছে ২শ’ মরদেহ

|

সিরিয়ার রাক্কায় একটি গণকবরে মিলেছে ২শ’ মরদেহ। ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা- সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের আশঙ্কা, অন্তত ৮শ’ মরদেহ আছে এই গণকবরে।
বুধবার SOHR জানিয়েছে, গেল মাসে রাক্কার দক্ষিণাঞ্চলে গণকবরটির সন্ধান মেলে। উদ্ধারকৃত মৃতদেহগুলোর মধ্যে পাঁচজন মধ্যবয়স্ক পুরুষের দেহ কমলা রঙের জাম্পস্যুটে মোড়ানো ছিল। আইএস জঙ্গিরা বন্দিদের হত্যার আগে এ ধরনের পোশাক পড়তে বাধ্য করতো। তাদের পায়ে লোহার বেড়ি পরানো ছিল। পাঁচজনকেই মাথায় গুলি করে হত্যা করা হয়। পাথর ছুঁড়ে হত্যা করা তিন নারীর মরদেহও উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে, জঙ্গিগোষ্ঠী আইএস-এর বর্বরতার শিকার এই বিপুলসংখ্যক মানুষ। তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বলা হচ্ছে, প্রায় দু’বছর আগে ঘটানো হয় এ হত্যাকাণ্ড। রাক্কার বিভিন্ন এলাকায় এ পর্যন্ত কয়েক হাজার মরদেহসহ অসংখ্য গণকবরের সন্ধান পেয়েছে মানবাধিকার কর্মীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply