রোহিঙ্গাদের জন্য ২ হাজার ৩১২ কোটি টাকার আশ্রয়ণ প্রকল্প

|

নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ভাসনচরে রোহিঙ্গাদের পুনর্বাসনে ‘আশ্রয়ণ-৩’ নামে ২ হাজার ৩১২ কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে একনেক সভায়। মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত ১ লাখ রোহিঙ্গার আবাসন হবে  ভাসনচরে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় নৌবাহিনীর তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এদিকে, বর্ষা মৌসুমের আগে রাস্তা সংস্কারের অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে জুলাই ২০১৭ থেকে নভেম্বর ২০১৯ পর্যন্ত। পরিকল্পনা কমিশন বলছে, এই প্রকল্পের আওতায় ১ লাখ রোহিঙ্গা শরণার্থীকে সাময়িকভাবে আশ্রয় দেয়া হবে। আর রোহিঙ্গা ফিরে যাওয়ার পর ভূমিহীন ও দুস্থ নাগরিকদের স্থায়ীভাবে পুনর্বাসন করা হবে। প্রকল্পের আওতায়, ভূমি উন্নয়ন, গুচ্ছগ্রাম ও শেল্টার স্টেশন, জ্বালানি ট্যাঙ্ক, হেলিপ্যাডসহ অভ্যন্তরীণ অবকাঠামো তৈরি করা হবে। দ্বীপের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে জোর দেয়া হবে।

এছাড়া, আজ একনেক সভায় মোট ১০ হাজার ৯৯ কোটি টাকা ব্যয়ে ১৪টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply