সদ্য উৎক্ষেপণ করা স্যাটেলাইটের সাথে সংযোগ হারিয়েছে রাশিয়া

|

সদ্য উৎক্ষেপণ করা একটি স্যাটেলাইটের সাথে সংযোগ হারিয়ে ফেলেছে রাশিয়া। স্যাটেলাইটটি এবং এটির কক্ষপথ দুটোই রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ ছিল।

ধারণা করা হচ্ছে, আজ সকালে উৎক্ষেপণের কিছুক্ষণ পরই মেটিওর এম২-১ নামের স্যাটেলাইটটি বহনকারী রকেটের সাথে সংযোগ হারিয়ে ফেলে।

রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ গবেষণা কেন্দ্র রসকসমস জানায়, স্যাটেলাইটটি এর নির্দিষ্ট কক্ষপথে পৌঁছায়নি। এরপর থেকে তারা আর স্যাটেলাইটটির কোনো ধরনের হদিস পাচ্ছে না।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply