বাংলাদেশের বিপক্ষে সর্বশক্তি দিয়ে লড়াইয়ের সুর ইমাদের কণ্ঠেও

|

ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের হারে কার্যত ভেস্তে গেছে পাকিস্তানের সেমি-স্বপ্ন! বিদ্যমান সামান্য সম্ভাবনা বাস্তবে রূপ দিতে হলে বাংলাদেশের বিপক্ষে অভাবনীয় কিছু করে দেখাতে হবে সরফরাজদের। প্রথমে ব্যাট করে অন্তত ৩৫০ রান করতে হবে। শুধু তাই নয়, টাইগারদের হারাতে হবে অকল্পনীয় ব্যবধানে, কমপক্ষে ৩১১ রানে।

এমন জটিল সমীকরণেও আশাহত নন পাক ওপেনার ইমাম উল হক। তার মতে, সেমিফাইনালে যেতে বাংলাদেশের বিপক্ষে সর্বশক্তি দিয়ে লড়বে পাকিস্তান। সতীর্থ ইমাদ ওয়াসিমের কণ্ঠেও টাইগারদের সঙ্গে তীব্র লড়াইয়ের সুর। তিনি বলেন, বিশাল জয় ভিন্ন আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই। আমরা কেবল হার-জিত নিয়ে ভাবছি না। দাপুটে জয়ের চিন্তা করছি। আমাদের সবার সেই লক্ষ্যেই খেলা উচিত।

শুক্রবার ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছেন সরফরাজরা। শেষ চারে খেলতে হলে টাইগারদের বিপক্ষে আকাশ-কুসুম কিছু করে দেখাতে হবে তাদের। আপাতত অসম্ভবকে সম্ভব করতে দৃঢ়প্রত্যয় ঝরল ইমাম-ইমাদের কণ্ঠে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply