পাকিস্তানের বিপক্ষে খেলছেন না মুশফিকুর রহিম

|

শেষ ম্যাচের আগে বাংলাদেশ দলের জন্য দুঃসংবাদ হয়ে এসেছে মুশফিকুর রহিমের চোট। বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলছেন না মুশফিকুর রহিম। ইনজুরিতে আক্রান্ত মুশফিকের বদলে মাঠে নামবেন মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন।

বৃহস্পতিবার অনুশীলনের সময় এক নেট বোলারের বল এসে আঘাত হানে মুশফিকের ডান হাতের কনুইতে।সঙ্গে সঙ্গেই মাঠ ছেড়ে প্যাভেলিয়নে ফেরেন বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিক। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়েছে স্ক্যান করানোর জন্য।

চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে মুশফিকের খেলা নিয়ে বিসিবি প্রথমেই সংশয় প্রকাশ করেছিল । অবশেষে সে আশংকাই সত্য হল।

সবশেষ ম্যাচে ভারতের বিপক্ষে পরাজয়ের কারণে সেমিফাইনালের আগেই বিদায় নিশ্চিত হয়েছে টাইগারদের।

চলতি বিশ্বকাপের শেষ ম্যাচে শুক্রবার পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই ম্যাচে জয় পেলে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের পঞ্চম দল হিসেবে মিশন শেষ হবে টাইগারদের।

বিশ্বকাপে আসন্ন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের গুরুত্ব আপাতদৃষ্টিতে বেশ কম। ক্রিকেটের তীর্থভূমি ইংল্যান্ডের বিখ্যাত লর্ডসে শুক্রবার হবে ম্যাচটি। তবে নানা কারণে তাৎপর্যপূর্ণ সেটি। এতে সেমিফাইনালে পা রাখার পথ খুঁজতে পারেন সরফরাজরা। বাংলাদেশ অর্জন করতে পারে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের সেরা স্থান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply