চীনের প্রেসিডেন্টের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

|

UNITED NATIONS, Sept. 26, 2015 (Xinhua) -- Chinese President Xi Jinping, right, meets with Bangladeshi Prime Minister Sheikh Hasina in New York, the United States, Sept. 26, 2015. (Xinhua/Lan Hongguang via Getty Images)

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং’র সাথে আজ সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বিকালে দিয়ায়োতাই রাষ্ট্রীয় অতিথিশালায় হবে এ বৈঠক।

চীনা প্রেসিডেন্টের আয়োজিত একটি নৈশভোজেও যোগ দেবেন তিনি।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের থিংক ট্যাংক ‘পাঙ্গোয়াল ইনস্টিটিউশন’ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।

বৃহস্পতিবার (০৪ জুলাই) দেশটির প্রধানমন্ত্রী লি কেচিয়াং- এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। দুই রাষ্ট্রনেতার উপস্থিতিতে স্বাক্ষরিত হয় ৯টি চুক্তি, সমঝোতা স্মারক ও নথি।

বাংলাদেশে আশ্রিত লাখো রোহিঙ্গার দ্রুত প্রত্যাবসনে মিয়ানমারকে চাপ প্রয়োগ করবে চীন- এমনটাও আশ্বস্ত করেন লি কেচিয়াং। তিনি বলেন, এলওসি’র আওতায় খাদ্য সহায়তা হিসেবে পাঠানো হবে আড়াই হাজার মেট্রিক টন চাল। পাঁচ দিনের ব্যস্ত সফরসূচি শেষে, শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply