সহিংসতার ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছে মিয়ানমার: পোপ

|

মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা ও সব জাতিগোষ্ঠীকে মিলেমিশে থাকার আহ্বান জানালেন ক্যাথোলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। বুধবার ইয়াঙ্গুনে লাখো খ্রিস্টভক্তকে সাথে নিয়ে এক উন্মুক্ত প্রার্থনা সভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

ইয়াঙ্গুনের শীর্ষ সরকারি কর্মকর্তাবৃন্দ সহ সু চি প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন। প্রার্থনা সভায় মানবজাতির কল্যাণ কামনা করে পোপ ফ্রান্সিস। বলেন দৃশ্যমান ও অদৃশ্যমান সহিংসতার ক্ষতচিহ্ন বয়ে নিয়ে বেড়াচ্ছে মিয়ানমার। প্রতিশোধ পরায়ণতা কখনও শান্তি বয়ে আনেনা দাবি করে পোপ বলেন, ক্ষমা ও উদারতা যিশুখ্রিস্টের প্রকৃত শিক্ষা। সভায় যোগ দিতে হাজির ছিলেন অন্তত ২ লাখ মানুষ। এর আগে মঙ্গলবার মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির সাথে বৈঠক করেন পোপ। এ সময় মিয়ানমারে জাতিগত সহিংসতার কথা উল্লেখ করলেও বিরত থাকেন রোহিঙ্গা শব্দটি উচ্চারণ থেকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply