এবার যুক্তরাজ্যের তেল ট্যাংকার জব্দ করার হুমকি ইরানের

|

A view of the Grace 1 super tanker i near a Royal Marine patrol vessel in the British territory of Gibraltar, Thursday, July 4, 2019. Spain's acting foreign minister says a tanker stopped off Gibraltar and suspected of taking oil to Syria was intercepted by British authorities after a request from the United States. (AP Photo/Marcos Moreno)

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টা মোহসেন রেজায়ি বলেন, নির্দ্বিধায় ইরানকে উত্যক্ত করার জবাব দেওয়া হবে। বৃহস্পতিবার যুক্তরাজ্যের নৌবাহিনীর মেরিন ইউনিটের সদস্যদের সহায়তায় জিব্রাল্টারের কর্মকর্তারা ইরানের একটি সুপার- তেল ট্যাংকার জব্দ করে।

ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ওই ট্যাংকারটিতে ইরান থেকে সিরিয়ায় অপরিশোধিত তেল নিয়ে যাওয়া হচ্ছিল সন্দেহে সেটি আটক করা হয়। ওই ট্যাংকার জব্দের ঘটনায় তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করা হয় এবং ট্যাংকারটি অবৈধভাবে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করে ইরান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply