উ. কোরিয়ায় গুপ্তচরবৃত্তি করতেন অস্ট্রেলীয় শিক্ষার্থী অ্যালেক সিগলি

|

গুপ্তচরবৃত্তিতে জড়িত ছিলেন উত্তর কোরিয়ায় মুক্তি পাওয়া অস্ট্রেলীয় শিক্ষার্থী অ্যালেক সিগলি। শনিবার এক বিবৃতিতে এ দাবি করেছে পিয়ংইয়ং।

বিবৃতিতে বলা হয়, পিয়ংইয়ং বিরোধী প্রপাগান্ডা ছড়াতেন অ্যালেক। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য ও ছবি সংগ্রহ করে উত্তর কোরিয়া বিরোধী বিভিন্ন সংস্থা ও গণমাধ্যমে সরবরাহ করতেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেশটির বিরুদ্ধে প্রচারণা চালাতেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, গত ২৫ জুন আটকের পর গুপ্তচরবৃত্তির অভিযোগ স্বীকার করেছেন তিনি। নিজের কৃতকর্মের জন্য বারবার ক্ষমাও চেয়েছেন অস্ট্রেলীয় এই নাগরিক। সুইডেনের মধ্যস্থতায় গত বৃহস্পতিবার তাকে মুক্তি দেয় পিয়ংইয়ং।

পিয়ংইয়ং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি দেশটিতে ট্যুর গাইড হিসেবে কাজ করতেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply