কোপা আমেরিকার ফাইনাল আজ, ফেভারিট ব্রাজিলের সামনে পেরু

|

আজ ল্যাটিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই। কোপা আমেরিকার গ্র্যান্ড ফিনালে রাতে মুখোমুখি ফেভারিট ব্রাজিল ও পেরু। ছয় বছর পর আবারও কোন বড় শিরোপা জয়ের হাতছানি সেলেসাওদের সামনে।

সবশেষ ২০০৭ সালে ল্যাটিন আমেরিকার সেরার মসনদে বসেছিলো ব্রাজিল। অন্যদিকে দুইবারের চ্যাম্পিয়ন পেরু ব্রাজিলকে হারিয়ে ৪৪ বছর পর আবারো কোপার শিরোপা জিততে চায়।

রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ২টায়।

সবশেষ ২০১৩ সালে ফিফা কনফেডারেশন্স কাপের শিরোপা জিতেছিলো ব্রাজিল। ল্যাটিন আমেরিকার সেরা হয়েছিলো আরও ছয় বছর আগে ২০০৭-এ। লম্বা সময়ের এই শিরোপা খরা কাটানোর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ব্রাজিল। ৮ বারের চ্যাম্পিয়নরা পেরুর বিপক্ষে তাই জয়ের জন্যই মাঠে নামবে।

শিরোপ যুদ্ধে নামার আগে নেইমার ছাড়া শতভাগ ফিন স্কোয়ার্ড পাচ্ছেন ব্রাজিল কোচ তিতে। আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে ইনজুরির কারনে দলের বাইরে থাকলেও সুস্থ হয়ে ফিরেছেন লেফট ব্যাক ফিলিপে লুইস। তবে ব্রাজিল একাদশে পরিবর্তনের তেমন কোন সম্ভাবনা নেই। সবশেষ তিন ম্যাচে আক্রমন ভাগে খেলা গ্যাব্রিয়েল হেসুস, ফিরমিনিয়ো আর এভারটন এই ম্যাচেও থাকবেন গোল করার দায়িত্বে। আর মাঝমাঠ থেকে আক্রমণে উঠতে প্রস্তুত কুটিনিয়ে।

শক্তি সামর্থ্য তো বটেই এই ম্যাচের আগে অতীত পরিসংখ্যানও ফেভারিট বলছে ব্রাজিলকে। দুই দলের ৪৫ লড়াইয়ে ব্রাজিলের ৩২ জয়ের বিপক্ষে মাত্র ৪ জয় পেরুর। ৯টি ম্যাচ ড্র হয়েছে। সেই সাথে গ্রুপ পর্বে পেরুকে ৫-০ গোলে বিদ্ধস্ত করার তরতাজা স্মৃতি তো আছেই।

অন্যদিকে দুইবারের চ্যাম্পিয়ন পেরু সবশেষ ১৯৭৫ সালে জিতেছিলো কোপা আমেরিকার শিরোপা। তাইতো ফাইনালে এসে সেরটা দিয়েই অঘটনের জন্ম দিতে চায় রিকার্ডো গার্সিয়া শীষ্যরা। যে চ্যালেঞ্জে তাদের অনুপ্রেরণা ২০১৬ এর কোপা আমেরিকায় ব্রাজিলকে হারানোর অভিজ্ঞতা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply