দুমকি উপজেলা ও পবিপ্রবির ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

|

পটুয়াখালী প্র‌তি‌নি‌ধি
শুভ শুভ শুভদিন, দুমকি উপজেলার জন্মদিন এই শ্লোগান নিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে সোমবার দুমকি উপজেলার ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

উল্লেখ্য ২০০০ সালের ৮ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুমকি উপজেলা ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার সকালে উপজেলা পরিষদের আয়োজনে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই যায়গায় শেষ হয়।

পরে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শঙ্কর কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট হারুন অর রশিদ হাওলাদার উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও উপজেলার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও একই ভাবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply