চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

|

চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তার নাম দুলাল (২০)।

রোববার দিবাগত রাত আড়াইটার দিকে কিরণগঞ্জ সীমান্তের আন্তর্জাতিক মেইন সীমান্ত পিলার ১৭৮ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুলাল শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ গ্রামের সফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত দুলাল চোরাচালানি সিন্ডিকেটের একজন সদস্য। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে দুলালসহ কয়েকজন চোরাকারবারি কিরণগঞ্জ সীমান্তের আন্তর্জাতিক মেইন সীমান্ত পিলার ১৭৮ এলাকা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে।

এ সময় ভারতীয় শুকদেবপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের গুলি করলে দুলাল নিহত হন। অপর সহযোগীরা দেশে পালিয়ে আসেন।

পরে বিএসএফ সদস্যরা নিহত দুলালের মরদেহ বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে তাদের শুকদেবপুর ক্যাম্পে নিয়ে যান।

বিনোদপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক জানান, ওই সীমান্ত দিয়ে সাধারণত গরু ব্যবসা হয় না। মাদকসহ অন্যান্য জিনিস পাচারের অন্যতম প্রধান রুট এটি। দুলালসহ কয়েকজন কিরণগঞ্জ বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করছিলেন।

এ সময় ভারতীয় বিএসএফের গুলিতে তিনি মারা গেছেন। নিহতের মরদেহ এখনও ভারতের বিএসএফ ক্যাম্পে রয়েছে। এ ঘটনায় বিজিবির সঙ্গে বিএসএফের পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. মাহমুদুল হাসান জানান, আমি এখন স্পটে আছি, পরিপূর্ণ তথ্য দিয়ে আপনাকে দুপুরের পর জানাতে পারব। আপনি দুপুরের পর যোগাযোগ করবেন।

তবে এ ঘটনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের কথা আছে। তারা এখন পর্যন্ত সময় নির্ধারণ করেনি বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply