ডাচদের হারিয়ে নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র

|

নারী ফুটবল বিশ্বকাপে নেদারল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (৭ জুলাই) রাতে ফ্রান্সের পার্ক অলিম্পিক লিঁয়নেস স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে যুক্তরাষ্ট্রকে জয় এনে দেন মেগান রেপিনো ও রোজ লেভেলে। এ নিয়ে টানা দ্বিতীয় ও সবমিলিয়ে রেকর্ড চতুর্থবারের মতো শিরোপা জিতলো মার্কিন যুক্তরাষ্ট্র।

ফাইনালে ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েই খেলে যুক্তরাষ্ট্রের মেয়েরা। তবে প্রথমার্ধে কোনো পক্ষই গোলের দেখা পায়নি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটের মাথায় নেদারল্যান্ডসের ফাউলে পেনাল্টি পায় যুক্তরাষ্ট্র। সুযোগ পেয়ে সেটা আর হাতছাড়া করেননি মেগান রেপিনো। দারুণ গোলে দলকে এগিয়ে নেন তিনি। ৩৪ বছর দুই মাস বয়সী মেগান এই গোলের মাধ্যমে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ফাইনালে গোল করার কৃতিত্ব দেখান।

৬৯ মিনিটে রোজ লাভেল্লা দ্বিতীয় গোলটি করেন। সেই সাথে বিশ্বকাপের এক টুর্নামেন্টে সবচেয়ে বেশি ২৬টি গোল করার রেকর্ড‌ও গড়ে যুক্তরাষ্ট্রের মেয়েরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply