ব্রেক্সিট ইস্যুতে দ্বিতীয় দফা গণভোট চান জেরেমি করবিন

|

ব্রেক্সিট ইস্যুতে দ্বিতীয় গণভোট নিশ্চিত করতে হবে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর। বলেছেন, যুক্তরাজ্যের প্রধান বিরোধী দলীয় নেতা জেরেমি করবিন।

মঙ্গলবার (০৯ জুলাই) দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, চুক্তি ছাড়া ব্রেক্সিট বাতিলে দ্বিতীয় গণভোটের পক্ষে প্রচারণা অব্যাহত রাখার পরিকল্পনার কথা।

ইউরোপীয় ইউনিয়নের সমালোচক হলেও, চুক্তি ছাড়া ব্রেক্সিট কার্যকর যুক্তরাজ্যের জন্য ক্ষতিকর- এমন দাবি করেন লেবার পার্টির প্রধান। এ অবস্থায় ব্রিটিশ অর্থনীতির স্বার্থে প্রয়োজনে ব্রেক্সিট বাতিলের ওপর জোর দেন তিনি।

সিদ্ধান্ত জনগণের ওপর ছেড়ে দিতে, ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানান দ্বিতীয় গণভোটের উদ্যোগ নেয়ার।

ব্রেক্সিট নিয়ে টানাপোড়েনের জেরে থেরেসা মে’র পদত্যাগের পর, চলতি মাসের শেষ নাগাদ দায়িত্ব নেবেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply