এখনও চালু হয়নি ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল

|

১৫ ঘণ্টা পরও চালু হয়নি ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল। হলিদাগাছী দিঘলকান্দি এলাকায় লাইনচ্যুত তেলবাহী ওয়াগন উদ্ধারে কাজ চলছে।

রেলওয়ে কর্মকর্তা জানান, ৮টি ওয়াগনের মধ্যে ৩টি উদ্ধার হয়েছে। গতকাল তেলবাহী ট্রেনটি খুলনা থেকে রাজশাহীর উদ্দেশ্য যাচ্ছিল। হলিদাগাছীতে পৌঁছালে ওয়াগনগুলো লাইনচ্যুত হয়। এতে ঢাকা-রাজশাহী রুটের বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে যাত্রীবাহী ট্রেন। ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। রাজশাহী স্টেশন থেকে বাতিল করা হয়েছে ট্রেনের একাধিক যাত্রা। ফেরত দেয়া হচ্ছে যাত্রীদের টিকিটের মূল্য। দুর্ঘটনার পর থেকে রাজশাহী থেকে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ ঘটনায় পশ্চিমাঞ্চলের রেলওয়ে সহকারী নির্বাহী প্রকৌশলী আব্দুর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply