ভারি বৃষ্টিতে বিশ্বের বিভিন্ন দেশ বন্যার কবলে

|

টানা বৃষ্টি-ঝড় আর বন্যার কবলে ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশ। টর্নেডো আর ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড অনেক এলাকা।

গ্রিস আর স্পেনে ঝড়ে প্রাণ গেছে ছয় বিদেশি পর্যটকসহ অন্তত সাতজনের।

একদিকে ঝড়-বন্যা, অন্যদিকে দাবানল-দাবদাহের বিপর্যয়; এমন বিপরীতমুখী চিত্র দেখা গেছে ইতালি-যুক্তরাষ্ট্রে।

দীর্ঘ তাপদাহের পর বৃষ্টিতে স্বস্তির পরশ ইতালিতে। শীলা বৃষ্টির এমন মোহনীয় দৃশ্য দেখা গেল দেশটির পূর্ব উপকূলীয় শহর পেস্কারাতে। এদিকে সিসিলি দ্বীপের পালের্মো আর ত্রাপানিতে বাড়তে থাকা আগুনের তীব্রতায় শহর ছেড়ে পালাচ্ছেন পর্যটকরা।

ইউরোপের আরেক দেশ গ্রিসেও তাণ্ডব চালিয়েছে মৌসুমী ঝড়। হয়েছে প্রাণহানিও।

তবে চলতি মৌসুমে প্রকৃতির বিরূপ আচরণে সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। টানা বৃষ্টি ও বন্যায় পানিতে তলিয়ে গেছে নিউ অর্লিয়্যান্স, নেব্রাস্কাসহ বিভিন্ন প্রদেশের বিস্তীর্ণ অঞ্চল।

বিপরীত চিত্র আলাস্কায়, ১১ দিন ধরে চলছে দাবদাহ। গেল সপ্তাহেই রেকর্ড ৯০ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছায় তাপমাত্রার পারদ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply