রাজবাড়ীতে ২ প্রতিষ্ঠান কে জরিমানা

|

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে যথাযথভাবে মোড়কীকরণ না থাকা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠান কে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে সদর উপজেলার বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম জানান, অভিযানে যথাযথভাবে মোড়কাবদ্ধ না করে সিলিং ফ্যান বিক্রির দায়ে ভিশন এম্পোরিয়ামকে ৩৭ ধারায় ৫ হাজার ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ফয়সাল ফার্মেসিকে ৫১ ধারায় ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়াও কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শণ করে পরামর্শ দেওয়া হয় ও ভোক্তা অধিকার আইন-২০০৯ সম্বলিত লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।

অভিযানে সহায়তা করেছেন জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং জেলা স্যানিটারি ইন্সপেক্টর রাজবাড়ী। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply