গ্রিসে আকস্মিক ঘূর্ণিঝড়ে শিশুসহ নিহত ৮

|

গ্রিসের উত্তরাঞ্চলে ঝড়ের তাণ্ডবে প্রাণ হারিয়েছে শিশুসহ ৮ জন, আহত শতাধিক। অনির্দিষ্টকালের জন্য জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (১১ জুলাই) স্থানীয় সময় দুপুরে, হালকিদিকি উপদ্বীপে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে আঘাত হানে ঝড়টি। মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় পর্যটনখ্যাত এলাকাটি। উপড়ে পড়ে বহু গাছপালা, তছনছ হয়ে যায় সমুদ্র উপকূলীয় রেস্ট্যুরেন্ট-রিসোর্ট।

কর্তৃপক্ষ জানায়, ঝড়ে গুরুতর আহত ২২ জন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। তবে এক নারী পর্যটকের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে নিহতদের মধ্যে দু’জন স্থানীয় অধিবাসী হলেও বাকিরা সবাই রুশ, চেক ও রোমানিয়ান পর্যটক।

ঝড়ো আবহাওয়ায় দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পর ফিরছে সংযোগ। তবে এখনও সচল হয়নি যোগাযোগ ব্যবস্থা।

আবহাওয়াবিদদের দাবি, দ্বীপটির ৩০ বছরের ইতিহাসে এটা সবচেয়ে প্রবল ঝড়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply