ত্রিভুবন রানওয়ে থেকে আবারও ছিটকে পড়ল বিমান!

|

Security personnel take stock of the situation after a Yeti Airlines aircraft overshoots the runway of Bhairahawa Airport in Rupandehi, on Saturday, September 24, 2016. Photo: RSS

দক্ষিণাঞ্চলীয় নেপাল থেকে কাঠমাণ্ডু পৌঁছে অবতরণের সময় রানওয়ে থেকে আবারও ছিটকে পড়েছে বিমান। বন্ধ রয়েছে নেপালের ত্রিভুবন বিমানবন্দর। দুর্ঘটনা কবলিত বিমানটিতে ৬৬ জন যাত্রী ছিলেন।

শুক্রবার অবতরণের সময় রানওয়ে থেকে ১৫ মিটার দূরে ছিটকে পড়ে ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি। এতে অন্তত দু’জন আহত হয়েছেন।

ত্রিভুবন বিমানবন্দরের মহা-ব্যবস্থাপক রাজ কুমার ছেত্রী বার্তাসংস্থা এএফপি’কে বলেন, দুর্ঘটনা কবলিত বিমানটিতে সরিয়ে বিমানবন্দর ফের চালু করতে কাজ শুরু করেছে উদ্ধারকারী দল।

তবে ভারি বৃষ্টিতে ওই এলাকা কর্দমাক্ত হয়ে যাওয়ায় উদ্ধার তৎপরতা বিঘ্নিত হচ্ছে বলেও জানান দেশটির একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরের এ কর্মকর্তা।

এর আগেও ত্রিভুবন বিমানবন্দর বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। ভ্রমণের নিরাপত্তা ব্যবস্থাপনায় বেশ সমালোচনা রয়েছে দেশটির। পাহাড়ি দেশটির বিমানবন্দরগুলোও অবতরণের জন্য যথেষ্ট ঝুঁকিপূর্ণ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply