বাদ যোহর ক্যান্টনমেন্টে এরশাদের প্রথম জানাজা

|

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আজ সকালে চলে গেলেন।

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রোববার সকাল পৌনে ৮টার দিকে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৯ বছর।

জানা যায়, বাদ যোহর ক্যান্টনমেন্ট জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর কাকরাইলে জাতীয় পার্টির অফিসে নেয়া হবে সর্ব সাধারণ ও নেতাকর্মীদের শ্রদ্ধা জানানোর জন্য। তারপর সিএমএইচের হিমঘরে রাখা হবে। আগামীকাল সকাল সাড়ে ১০ টায় সংসদ ভবনে আবার জানাজা অনুষ্ঠিত হবে।

এরশাদের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৬ জুন গুরুতর অসুস্থ অবস্থায় সিএমএইচ-এ ভর্তি করা হয় এরশাদকে। গত ১০ দিন যাবত লাইফ সাপোর্টে ছিলেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply