বিশ্ব মিডিয়ায় এরশাদের মৃত্যুর খবর

|

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর খবর বিশ্ব মিডিয়ায় গুরুত্বের সাথে প্রকাশিত হয়েছে। আল জাজিরা, ওয়াশিংটন পোস্ট, এপি, এএফপি-সহ বৈশ্বিক ও আঞ্চলিক শীর্ষ সংবাদমাধ্যমগুলো এরশাদের মৃত্যুর খবর প্রকাশ করেছে।

আল জাজিরা শিরোনাম করেছে, “Former Bangladesh army ruler Ershad dies aged 89”. ওয়াশিংটন পোস্টের শিরোনাম, “Bangladesh ex-dictator H.M. Ershad dies at 89”.

সাউথ চায়না মর্নিং পোস্ট শিরোনাম করেছে, “H.M. Ershad, who became Bangladesh president after seizing power in 1982 coup, dies aged 89”.

এশিয়ান এইজ লিখেছে, “Muhammad Ershad, former Bangladesh military dictator dies at 89”. ভারতের এনডিটিভির শিরোনাম “Former Bangladesh Military Dictator Muhammad Ershad Dies At 89”.

আজ রোববার সকাল পৌনে ৮টায় ইন্তেকাল করেন এরশাদ। ২৬ জুন থেকে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুর খবর শুনে এরই মধ্যে হাসপাতালে পৌঁছেছেন তার পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা।

হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে সেনাবাহিনীর কেন্দ্রীয় মসজিদে। এর পর পর্যায়ক্রমে সংসদের দক্ষিণ প্লাজা, বায়তুল মোকাররম মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। এর পর হেলিকপ্টারযোগে মরদেহ রংপুরে নেয়া হবে। সেখানে চতুর্থ জানাজা শেষে এরশাদকে ঢাকায় এনে সেনাবাহিনী কবরস্থানে দাফন করা হবে।

৯ বছরের সফল শাসক এরশাদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে।

মৃত্যুর সংবাদ পেয়ে তাকে দেখতে হাসপাতালে ভিড় করেছেন জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় অনেকে কান্নায় ভেঙে পড়েন।

হুসেইন মুহম্মদ এরশাদ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বার্ধক্যজনিত রোগসহ নানা রোগে ভুগছিলেন তিনি। এ কারণে গত প্রায় ছয় মাস ধরে রাজনীতি থেকে অনেকটা দূরে ছিলেন তিনি। দলের বিশেষ কর্মসূচিগুলোতে তাকে হুইলচেয়ারে করে আসতে দেখা গেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply