গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

|

গ্যাসের দাম না কমালে ভবিষ্যতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
দাম বৃদ্ধির প্রতিবাদে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে সচিবালয়ের সামনে পুলিশের বাধার মুখে পড়ে জোটের নেতা কর্মীরা। পরে সেখানেই অবস্থা নিয়ে বিক্ষোভ করেন তারা। অভিযোগ করেন, মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক। সরকার এলপিজি ব্যবসায়ীদের সুবিধা দেয়ার জন্যই গ্যাসের দাম বাড়িয়েছে। দুর্নীতি বন্ধ করলেই দাম বাড়ানোর প্রয়োজন হবে না বলেও উল্লেখ করেন তারা। এর আগে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে বাম গণতান্ত্রিক জোট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply