লক্ষ্মীপুরে ভুয়া চিকিৎসক আটক

|

লক্ষ্মীপুর প্রতিনিধি:

সনদ ছাড়াই চিকিৎসা দেওয়ার অভিযোগে এম.এ. নাঈম নামে এক ব্যাক্তিকে আটক করেছে র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্প। রবিবার (১৪ জুলাই) বিকালে সদর উপজেলার জকসিন বাজার এলাকার মেসার্স কাজী ফার্মা’র নিজ চেম্বারে রোগী দেখার সময় তাকে আটক করেন।

পরে আটককৃত ভুয়া ডাক্তারকে ভ্রাম্যমান আদালত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়েল নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: খবিরুল আহসান।

র‌্যাব জানান, দীর্ঘদিন থেকে নাঈম সনদ ছাড়াই সকল ধরনের চিকিৎসা দিয়ে আসছেন। এমন সংবাদের সত্যতা পাওয়ায় তাকে আটক করা হয়। ভ্রাম্যমান আদালত তাকে একমাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে নাঈমকে কারাগারে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেট মো: খবিুরুল আহসান বলেন, ভুয়া রেজিষ্ট্রেশন নাম্বার ব্যবহার ও সনদ ছাড়াই বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করাই তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে তাকে র‌্যাবের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply