ভারতের হাওড়া নদীর বাঁধ ভেঙ্গে আখাউড়ায় নিম্মাঞ্চল প্লাবিত

|

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

টানা বর্ষণ ও ভারতে ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার হাওড়া নদীর বাঁধ ভেঙ্গে নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। এতে উপজেলার দুটি ইউনিয়নের অন্তত ১০টি গ্রামে কৃষকের সবজির জমি, পুকুরসহ এলাকার রাস্তাঘাট ডুবে গেছে। রবিবার বিকাল থেকে উপজেলার মোগড়া ইউনিয়ন ও দক্ষিণ ইউনিয়নের আখাউড়া-আগরতলা সড়কের দু’পাশের কালিকাপুর, বীরচন্দ্রপুর ও বঙ্গেরচর গ্রামের সবজি ক্ষেত ও রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে।

অন্য দিকে হাওড়ানদীর বাধ ভেঙ্গে কর্ণেল বাজার এলাকা দিয়ে ত্রিপুরা পাহাড়ি ঢলের পানিতে উপজেলার মোগড়া এলাকার কর্ণেল বাজার, খলাপাড়া, কুসুমবাড়ি, টানুয়াপাড়া, ধাতুর পহেলা, চরনারায়ণপুর ও আদমপুর গ্রামের বির্স্তীণ এলাকা প্লাবিত হয়েছে।

এই ব্যাপারে স্থানীয় মোগড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মনির হোসেন জানান, তার ইউনিয়নের কৃষকের ফসলি জমি ঢলের পানিতে তলিয়ে গেছে। সবজিক্ষেত নষ্ট হয়ে গেছে। নিচু এলাকায় সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। ত্রিপুরা পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হওয়ায় পুকুরে মাছ ভেসে গিয়ে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply