ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন করায় আইসিসির সমালোচনায় স্কট স্টাইরিশ

|

শিরোপা জয়ের জন্য শেষ ওভারে ইংল্যান্ডের দরকার ছিল ১৬ রান। দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে বুক চিতিয়ে লড়ছিলেন বেন স্টোকস। সেই ওভারের চতুর্থ বল মিড উইকেটে ঠেলে দিয়ে দুই রান নেয়ার চেষ্টা করেন তিনি। এ পথে মার্টিন গাপটিলের থ্রো তার ব্যাটে লেগে বাউন্ডারিতে চলে যায়। ফলে দুইয়ের জায়গায় ছয় রান পান স্বাগতিকরা। মূলত তাতেই ম্যাচের মোড় ঘুরে যায়।

এমন ভুতুড়ে নিয়মের জন্য আইসিসির সমালোচনা করেছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি স্কট স্টাইরিশ। সোশ্যাল মিডিয়া টুইটারের তিনি লেখেন, খুব ভালো কাজ করেছ আইসিসি, তোমরা হাস্যকর।

রোববার ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। এ নিয়ে টানা তিন আসরে স্বাগতিক দেশ শিরোপা জয়ের হ্যাটট্রিক করল। এর আগে তিনবার ফাইনালে রান তাড়া করতে গিয়ে হেরে যান ইংলিশরা। তবে এবার সেই ভুলের পুনরাবৃত্তি হতে দেননি জস বাটলার-বেন স্টোকরা।

এর মধ্য দিয়ে দীর্ঘ ২৩ বছর পর নতুন বিশ্বচ্যাম্পিয়ন পেল ক্রিকেট দুনিয়া। অনন্য গৌরব অর্জনের দিনে স্বাগতিকদের লড়াই করতে হয়েছে ম্যাচের শেষ পর্যন্ত। ম্যাচ গড়িয়েছে সুপার ওভারে। সেখানেও টাই। তবে বাউন্ডারির হিসাবে ব্ল্যাক ক্যাপসদের ছাড়িয়ে স্বপ্নের ট্রফি জিতে নেয় ইংল্যান্ড।

সুপার ওভারে নিউজিল্যান্ডকে ১৬ রানের লক্ষ্য দেয় ইংল্যান্ড। জবাবে ১৫ রান তুলতে সক্ষম হয় কেন উইলিয়ামসন বাহিনী। এর আগে দুদলের ইনিংসই থামে ২৪১ রানে। ফলে ইতিহাসের সেরা বিশ্বকাপ ফাইনাল দেখার সুযোগ পায় ক্রিকেটবিশ্ব। সেই মঞ্চে স্নায়ুচাপ ধরে রেখে শেষ হাসি হাসে মরগ্যান ব্রিগেড।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply