গাইবান্ধায় বন্যা পরিস্থিতির আরও অবনতি, ২৫০ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

|

জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার চার উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ব্রক্ষপুত্র, তিস্তা ও ঘাঘট নদীর পানি বিপদসীমাসহ সবকটি নদ-নদীর পানি বাড়তে থাকায় নতুন করে প্লাবিত হচ্ছে চরাঞ্চলের বিভিন্ন এলাকা।

সরকারী হিসেবে সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার ২৫টি ইউনিয়নের ১৫২টি চরাঞ্চল ও নিম্নাঞ্চলের ১ লাখ ১২ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের হিসেবে চার উপজেলায় পানিবন্দী মানুষের সংখ্যা প্রায় দেড় লাখ। তলিয়ে গেছে গ্রামীণ রাস্তাঘাট, ছোট হাট-বাজার, ব্রিজ-কালভার্ট। এছাড়া শতশত বিঘা জমির আমন ধানের বীজতলা, পাট, মরিচসহ বিভিন্ন ফসলের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। অনেক এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। পানি ঢুকে পড়ায় ভেসে গেছে শতশত পুকুর ও খামারের মাছ।

এদিকে, বন্যার কারণে জেলার চার উপজেলার প্রাথমিক ও মাধ্যমিকসহ আড়াই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। এরমধ্যে সরকারীভাবে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বানভাসীদের জন্য আশ্রয় কেন্দ্র হিসেবে খোলা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply