ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প, নিহত ১

|

ইন্দোনেশিয়ার মালুকু দ্বীপে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন একজন। রোববার (১৪ জুলাই) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-USGS নিশ্চিত করে এ তথ্য।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে অনুভূত হয় কম্পন। যার উৎপত্তিস্থল ছিলো টারনেটে শহর থেকে ১৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমাঞ্চলে।

জোরালো কম্পনে বিপুল মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন। কয়েকটি ঘরবাড়ি ও স্থাপনায় ফাটল দেখা দিলেও বড় ধরণের কোন দুর্ঘটনা হয়নি। এমনকি কোন সুনামি সর্তকতাও জারি করেনি কর্তৃপক্ষ।

তবে ভূতাত্ত্বিকরা বলছেন,ভূগর্ভের নীচে ধারণার তুলনায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। যা আফটারশক তৈরী করবে।

২০০৪ সালে এই অঞ্চলে ৯ দশমিক ৪ মাত্রার জোরালো ভূমিকম্প হয়। যাতে প্রাণ হারান দুই লাখ ৩০ হাজার মানুষ। যাদের বেশিরভাগই ইন্দোনেশিয়ার নাগরিক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply