বায়তুল মোকাররমে এরশাদের ৩য় জানাজা অনুষ্ঠিত

|

সাবেক রাষ্ট্রপতি ও বিরোধী দলীয় নেতা এইচ এম এরশাদের দুই দফা জানাজা অনুষ্ঠিত হয়েছে আজ। সকালে জাতীয় সংসদ ভবনে জানাজা শেষে কাকরাইলের দলীয় কার্যালয়ে নেয়া হয়। এরপর বাদ আসর বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয় এরশাদের ৩য় জানাজা।

সকালে সিএমএইচ থেকে বিরোধী দলীয় নেতা এইচ এম এরশাদের মরদেহ নেয়া হয় জাতীয় সংসদ ভবনে। সেখানে দ্বিতীয় জানাজায় অংশ নেন, রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্য, এমপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। জানাজার পর এরশাদের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও।

এরপর জাতীয় পার্টি চেয়ারম্যানের মরদেহ নেয়া হয় কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে দলের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান পল্লীবন্ধু এরশাদকে। প্রিয় নেতা এরশাদ না থাকলেও দল এগিয়ে যাবে আশা তৃণমূলের নেতাকর্মীদের।
কাল নেয়া হবে রংপুর। সেখানে ঈদগাহ মাঠে শেষ জানাজা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply