এশিয়া মহাদেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি

|

বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে এশিয়া মহাদেশে। চীন, নেপাল, ভারত, বাংলাদেশের পর বন্যাকবলিত হয়েছে মিয়ানমার।
প্রাকৃতিক দুর্যোগে নেপাল ও ভারতেই নিহতের সংখ্যা ১০০ ছাঁড়িয়েছে। এরমাঝে, শুধু নেপালেই প্রাণহানি ৬৭; নিখোঁজ আরও ৩৩। চলমান বন্যায় আসাম ও বিহার রাজ্যে গৃহহীন হয়ে পড়েছে ৪ লাখ ৩০ হাজার মানুষ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হিমালয় থেকে নেমে আসা পানির ঢলে বেড়েছে ব্রহ্মপুত্র নদীর উচ্চতা। যাতে, ভারতের পাশাপাশি প্লাবিত হচ্ছে বাংলাদেশও। ডুবে গেছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের বেশিরভাগ এলাকা; হুমকিতে সংরক্ষিত বণ্যপ্রাণী। নতুনভাবে বন্যা দেখা দিয়েছে মিয়ানমারে। টানা বৃষ্টিপাতে নদীগুলোর পানি বইছে বিপৎসীমার ওপরে; বাস্তুচ্যুত ১৮ হাজার মানুষ।

এদিকে, চীনের হুনান ও গুয়াংঝি প্রদেশে ভূমিধসে নতুনভাবে প্রাণ গেছে ১৭ জনের। দেশটিতে এক কোটি ৮০ লাখ মানুষের জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা প্রয়োজন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply