নারায়ণগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ১৪ মাদক মামলার আসামি নিহত

|

নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁদমারি এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বিল্পব নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন ডিবি পুলিশের এসআই ওসমান, এএসআই সোহেলসহ দুই কনস্টেবল। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটারগান বন্দুক উদ্ধার করেছে ডিবি।

সোমবার দিনগত রাত আড়াইটায় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে চাঁদমারি বস্তি এলাকায় মাইক্রোবাস স্ট্যান্ডের পাশে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত বিল্পব চাঁদমারি বস্তির সুলতান মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ১৪ টি মাদক মামলা রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

জেলা ডিবি পুলিশ জানায়, বিপ্লবের বিরুদ্ধে শুধুমাত্র ফতুল্লা থানাতেই ১৪টি মাদকের মামলা রয়েছে। সে শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে তালিকাভুক্ত মাদক মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতারের জন্য লিংক রোডের পাশে মাইক্রোবাস স্ট্যান্ডের দিকে অভিযানে গেলে ডিবি পুলিশকে লক্ষ্য করে কয়েকজন সন্ত্রাসী গুলি ছুঁড়ে। পরে ডিবি পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে পরে সেখানে বিল্পবের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply