‘বন্দুকযুদ্ধের’ সময় নদীতে পড়ে মাদক ব্যবসায়ীর মৃত্যু

|

রাজশাহীতে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’র সময় নদীতে পড়ে আমিন নামের এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৩টায় নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় পদ্মা নদীর পাঁচ নম্বর আই-বাধে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গেলো রাতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নদীর পাড়ে অভিযানে যায়। সেখানে আগে থেকেই অবস্থান করা মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়তে শুরু করে। পুলিশ পাল্টা গুলি ছুঁড়লে শুরু হয় ‘বন্দুকযুদ্ধ’। পরে গোলাগুলি থামলে পুলিশ একটি শাটার গান, দুই রাউন্ড গুলি ও মাদক ব্যবসায়ী আমিনকে নদীর পানি থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের দাবি, আমিনের বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে। সে নগরীর উপকণ্ঠ হাড়ুপুর এলাকার বাসিন্দা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply