নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করেছে ৭ কলেজের শিক্ষার্থীরা

|

ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করে আন্দোলন করছে। সকাল সাড়ে ১০টা থেকে তারা নীলক্ষেতে সড়ক অবরোধ করে।

শিক্ষার্থীরা দাবি করেন, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ২য় পর্বের প্রমোশনের ব্যবস্থা করতে হবে। এবং অকৃতকার্য সকল শিক্ষার্থীদের অকৃতকার্য বিষয়ে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করতে হবে। এছাড়াও গণহারে ফেল রোধ করে যথাযথ মূল্যায়ন করারও দাবি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা বলেন, আজ দুপুর তিনটার মধ্যে এই তিন দাবি মানা না হলে আগামীকালও আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দেয় তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply