সিরাজগঞ্জে ধর্ষণের দায়ে রঞ্জু মিয়াকে যাবজ্জীবন

|

স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর বিচারক ফজলে খোদা মো. নাজির মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। এছাড়া আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে। না দিলে আরও তিন মাস কারাগারে রাখারও আদেশ দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত রঞ্জু মিয়া (৩০) শাহজাদপুর উপজেলার জিগার বাড়িয়া গ্রামের কাশেম আলীর ছেলে। তিনি পলাতক রয়েছেন।

আদালতের এপিপি আনোয়ার পারভেজ লিমন মামলার নথির বরাতে জানান, রঞ্জু মিয়া একই গ্রামের ২০ বছর বয়সী এক তরুণীকে ২০০৫ সালের ২৩ ডিসেম্বর রাতে ধর্ষণ করেন। তরুণী রাতে ঘরের দরজা খুলে ওয়াশরুমে গেলে রঞ্জু তার ঘরে ঢুকে পড়েন। তরুণী ঘরে ফিরলে তাকে ধর্ষণ করেন। তার চিৎকারে প্রতিবেশীরা গিয়ে তাকে আটক করে।

তরুণী শাহজাদপুর থানায় ধর্ষণ মামলা করলে পুলিশ তার বিরুদ্ধে আদাালতে অভিযোগপত্র দেয়।

এপিপি আনোয়ার বলেন, সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত রঞ্জুকে দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন দিয়েছে। আটকের পর থেকে সাজা কার্যকর হবে।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় তরুণীকে ধর্ষণের দায়ে রঞ্জু মিয়াকে যাবজ্জীবন দিয়েছে আদালত। রঞ্জু মিয়া পলাতক রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply