ঝিনাইদহে বজ্রপাতে নিহত ২ শ্রমিক

|

ঝিনাইদহের শৈলকূপার আনন্দনগর এলাকায় বজ্রপাতে দুই শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে একজন। আজ বিকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাবনা জেলার চাটমোহর উপজেলার খয়রাজপুর গ্রামের বাহের প্রামাণিকের ছেলে খায়রুল প্রামাণিক(৩৫) ও একই গ্রামের নিজাম উদ্দিন(৫৫)। বজ্রপাতে আহত ব্যক্তি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার আনন্দনগর গ্রামের মৃত আনিস মালিথার ছেলে জমির মালিথা। তিনি কুষ্টিয়া সদর হাসপাতালের ২ নং ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শ্রমিকরা কয়েকদিন আগে দৈনিক মজুরিতে মাঠে ধান লাগানোর জন্য পাবনার চাটমোহর থেকে ঝিনাইদহের শৈলকূপায় এসেছিলেন। আজ আনন্দনগর গ্রামের জমিল মালিথার জমিতে তারা ধান লাগানো শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। বিকেল ৫টার দিকে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে বজ্রপাতে দুই শ্রমিকসহ জমির মালিক মালিথা আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা দুইজনকে মৃত ঘোষণা করেন। তবে বজ্রপাতে আহত জমির মালিথা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। নিহতদের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply