মুম্বাইয়ে শত বছরের পুরনো ভবন ধসে ১০ জনের প্রাণহানি

|

ভারতের মুম্বাইয়ে শত বছরের পুরনো ভবন ধসে প্রাণ গেছে অন্তত ১০ জনের। আহত আটজন। ধ্বংসস্তুপের নিচে অর্ধশত মানুষ চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (১৬ জুলাই) স্থানীয় সময় বেলা পৌনে ১২টার দিকে নগরীর দক্ষিণের একটি এলাকায় ধসে পড়ে চারতলা ভবনটি।

সরু গলিতে উদ্ধারকাজের জন্য ভারি যন্ত্রপাতি বা ফায়ার ইঞ্জিন পৌঁছাতে না পারায় খালি হাতেই চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। স্বেচ্ছাসেবী হিসেবে যোগ দিয়েছেন স্থানীয়রাও।

কিছুদিন আগেই বন্যা হয় এলাকাটিতে। জানা গেছে, ২০১২ সালে ভবনটিকে বিপজ্জনক বলে চিহ্নিত করে স্থানীয় প্রশাসন। সরে যাওয়ার নির্দেশ দেয়া হলেও তা মানেনি বাসিন্দারা। সম্প্রতি বেশ কয়েকটি ভবন ধসের ঘটনা ঘটেছে ভারতে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply