উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা ২০১৯-এর ফল প্রকাশ করা হয়েছে। ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে এবছর পাশের হার ও জিপিএ ৫ বেড়েছে।
এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। যেখানে গত বছর ছিল ৬৬ দশমিক ৬৪ শতাংশ। পাসের হার বেড়েছে ৭ দশমিক ২৯ শতাংশ।
এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৪৭ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী। গতবার পেয়েছিলেন ২৯ হাজার ২৬২ জন। এবার জিপিএ-৫ বেড়েছে ১৮ হাজার ৩২৪ জন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পরীক্ষার্থীদের তালিকা অনুযায়ী, এ বছর ৯ হাজার ৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছে। এদের মধ্যে ৬ লাখ ৬৪ হাজার ৪৯৬ ছাত্র ও ৬ লাখ ৮৭ হাজার ৯ জন ছাত্রী।
Leave a reply