অতি মুনাফার আশায় পশুখাদ্যে অ্যান্টিবায়োটিক ব্যবহার না করার আহ্বান খাদ্যমন্ত্রীর

|

অতি মুনাফার আশায় পশুখাদ্যে, কোন ধরনের অ্যান্টিবায়োটিক অপ্রয়োজনীয় বা মাত্রাতিরিক্ত ব্যবহার না করার জন্য, খামারিদের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

দুপুরে রাজধানীর বিজ মিলনায়তনে ‘খাদ্য নিরাপত্তা ও নিরাপদ পশু প্রতিপালন’ বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান।

জাতিসংঘের কৃষি ও খাদ্য বিষয়ক সংস্থার আয়োজনে নিরাপদ খাদ্য অধিদপ্তরের সহযোগিতায় এই কর্মশালায় সারাদেশের ৩১ জন অংশগ্রহণ করেন। কর্মশালায় কোরবানির আগে খামারীদের দ্রুত পশু মোটাতাজা করনের জন্য, মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার না করার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, পশু পালনের ক্ষেত্রে খামারিরা যেন নিজ সন্তানের জন্যই পশু পালন করছেন এই কথাটি মাথায় রাখেন। তাহলে খাদ্যে ভেজাল ও অনৈতিকতা পরিহার করা সম্ভব হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply