খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি শহরের কলেজ গেইট এলাকা থেকে রোজিনা বেগম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকালে তাঁর ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। এসময় নিহত রোজিনার ঘরের দরজায় বাইর থেকে তালা দেয়া ছিলো। পরে পুলিশ মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় জড়িত সন্দেহে এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।
খাগড়াছড়ি সদর থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. আফছার জানান, রোজিনা কলেজ গেইট এলাকায় তাঁর স্বামীসহ ভাড়া বাসায় থাকতেন। বিকালে বাড়ির মালিক নিহতের ঘর থেকে দূর্গন্ধ বের হচ্ছে এমন খবর দেয় রোজিনার স্বজনদের। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালাবদ্ধ ঘরের বিছানার উপর থেকে তাঁর লাশ উদ্ধার করে। তবে ঘটনাস্থলে নিহতের স্বামীকে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জের ধরে রোজিনাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। স্বামীকে আটকের চেষ্টা চলছে জানিয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়ার কথা জানায় পুলিশ।
নিহতের মা শিরিনা বেগম জানান, আড়াই বছর আগে মাটিরাঙ্গার তাইন্দং এলাকার মনির হোসেনকে ভালবেসে বিয়ে করে রোজিনা। বিয়ের পর থেকে পারিবারিক কলহ ছিল। গত বুধবার থেকে মেয়ের সাথে কোন যোগাযোগ ছিল না। আজ বাড়ির মালিক রুমের থেকে দূর্গন্ধ বের হলে নিহতের স্বজনদের খবর দেয়।
অন্যদিকে এলাকাবাসী জানিয়েছে মনির হোসেনকে গত দুই দিন ধরে এলাকায় দেখা যাচ্ছেনা।
Leave a reply