‘অধঃস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট চলতি সপ্তাহেই’

|

বিচারকদের সর্বাত্মক প্রয়াসের ওপর বিচার বিভাগের সাফল্য ও ব্যর্থতা নির্ভরশীল। এজন্য বিচারক, আইনজীবী ও সংশ্লিষ্টদের কার্যকর বিচার ব্যবস্থা প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

আজ শনিবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন-২০১৭’ এর উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

তিনি বলেন, উন্নয়নের জন্য গণতন্ত্র ও সুশাসনের বিকল্প নেই। আর গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্য নির্বাহী, আইন ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় খুবই জরুরি। তবে এক্ষেত্রে কেউ কারো প্রতিদ্বন্দ্বী না হয়ে পারস্পরিক সহযোগিতা ও আস্থা রেখে কাজ করতে হবে।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানান, চলতি সপ্তাহেই অধঃস্তন আদালতের বিচারকদের চাকরির আচরণ ও শৃঙ্খলাবিধি গেজেট আকারে প্রকাশ করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply