বালিশকাণ্ডে সরকারের পদক্ষেপ দেখতে চায় হাইকোর্ট

|

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবাসন প্রকল্পের দুর্নীতির তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে জড়িতদের বিরুদ্ধে সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে দেখতে চান হাইকোর্ট। ফলে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য মামলার শুনানি ঈদের ছুটির এক সপ্তাহ পর পর্যন্ত মুলতবি করা হয়েছে। রোববার হাইকোর্টের বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

গত ২ জুলাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে গ্রিণ সিটি আবাসন প্রকল্পে দুর্নীতি তদন্তে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দুটি কমিটির তদন্ত প্রতিবেদন দেওয়ার পর জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা জানানোর নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply