৭ কলেজের অধিভূক্তি বাতিল হওয়া পর্যন্ত আন্দোলন

|

আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত সরকারি সাত কলেজের অধিভূক্তি বাতিলের দাবিতে আন্দোলন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অধিভূক্তি বাতিলের পাশাপাশি তারা তাদের আরো আরও তিনটি দাবিও জানায়। দাবিগুলো হলো, রেজিস্টার বিল্ডিং অটোমেশন পদ্ধতি চালু, রিকসা ভাড়া নির্ধারণ ও ৬০দিনে ফলাফল প্রদান।

তারা আরো জানায় সাত কলেজের অধিভূক্তি বাতিল করার আগ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে।

আন্দোলন কর্মসূচীর অংশ হিসেবে সকাল ৬টায় তারা প্রতিটি ফ্যাকাল্টি ভবনের গেইটে তালা দেয়। এরপর সকাল ১০ টা থেতে তারা দুই ভাগ হয়ে একভাগ কলা ভবন, সমাজবিজ্ঞান অনুষদ ভবন আর ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে অবস্থান নিবে। আরেকভাগ কার্জন হল, কাজী মোতাহার হোসেন ভবন আর মোকাররম ভবনের সামনে অবস্থান করবে বলে জানা যায়।

সেখান থেকে তারা সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচর্যের বাসভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply