বৃষ্টি চেয়ে কালিগঞ্জে ইস্তিস্কার নামাজ আদায়

|

বর্ষা মৌসুম শেষ হতে চললেও কাঙ্খিত বৃষ্টির দেখা না মেলায় কৃষকসহ সর্বস্তরের মানুষ চরম হতাশায় দিন যাপন করছেন। প্রকৃতির এই বিরূপ আচরণ থেকে রেহাই পেতে ও মহান আল্লাহর করুণা লাভের আশা নিয়ে সাতক্ষীরার কালিগঞ্জে ইস্তিস্কার নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার দুপুরে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মুড়াগাছা এলাকার মুসল্লিদের অংশগ্রহণে মুড়াগাছা বিলে ইস্তিষ্কার নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে আল্লাহর কাছে মুসলিম উম্মাহর জন্য ক্ষমা ও রহমত কামনা করা হয়। এছাড়া বৃষ্টি কামনা করে মোনাজাত করা হয়। নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা রবিউল ইসলাম।

নামাজ শেষে উপস্থিত মুসল্লিরা জানান, এখন শ্রাবণ মাস, পুরো বর্ষাকাল। এই সময় বৃষ্টির পানিতে খাল-বিল ভরে থাকে। সেই পানি দিয়ে আমন ধান রোপনের জন্য বীজতলা তৈরিসহ চাষাবাদের কাজ করা হয়ে থাকে। কিন্তু এ বছর অনাবৃষ্টি ও খরার কারণে সবকিছুই থেমে আছে। এই প্রাকৃতিক বিপর্যয় ও বৈরী আবহাওয়া থেকে রক্ষা ও আল্লাহর বিশেষ রহমত পেতে দোয়া ও এস্তেগফার নামাজ আদায় করেছি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply