গুজব কান না দিতে চুয়াডাঙ্গায় পুলিশের লিফলেট বিতরণ

|

চুয়াডাঙ্গা প্রতিনিধি
সারাদেশে গুজব রটিয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে মানুষ হত্যার ঘটনায় চুয়াডাঙ্গায় পুলিশের পক্ষ থেকে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের শহীদ হাসান চত্বরে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেয়া হয়।

লিফলেটে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় গুজব রটিয়ে অপিরিচিত ব্যক্তিকে ছেলে ধরা সন্দেহে এক শ্রেণির উৎসুক জনতা গণপিটুনি ও প্রাণনাশের ঘটনা থেকে বিরত থাকার জন্য বলা হয়। এছাড়া গণপিটুনি ফৌজদারী অপরাধ বলে উল্লেখ করা হয়। এরকম কোন ঘটনা চোখে পড়লে তাৎক্ষণিক পুলিশে কিংবা ৯৯৯ এ কল করার জন্য আনুরোধ করা হয়।

চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার সাধারণ মানুষের মধ্যে এসব লিফলেট বিতরণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার আবু রাসেল, সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply