বরিশালে অর্ধকোটি টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

|

বরিশাল ব্যুরো

বরিশাল নগরীর হাটখোলা এলাকা থেকে বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। তবে এঘটনার সাথে সম্পৃক্ত কাউকে আটক করা যায়নি।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক আব্দুল হালিম জানান, গোপন খবরের ভিত্তিতে নগরীর হাটখোলা এলাকায় অভিযান চালিয়ে পলিথিন বোঝাই একটি ট্রাক জব্দ করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ট্রাক চালক। এসময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে পলিথিন মজুদকৃত একটি গোডাউনের সন্ধান মেলে। পরে অভিযান চালানো হলে, সেখানে বিপুল পরিমান পলিথিন পাওয়া যায়। অভিযান পরিচালনায় সহায়তা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো জানান, জব্দকৃত পলিথিনের মূল্য প্রায় অর্ধকোটি টাকা। এসব পলিথিন কেটে টুকরো করে প্রতিবন্ধীদের কল্যাণে সমাজসেবা অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply