মাইকেল ফ্লিনের কর্মকাণ্ড ‘অবৈধ’ নয়: ট্রাম্প

|

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা হিসেবে যুক্তরাষ্ট্রের সাবেক নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের কর্মকাণ্ড ‘অবৈধ নয়’। এফবিআইকে মিথ্যা তথ্য দেয়ার ব্যাপারে আদালতে ফ্লিনের স্বীকারোক্তির পর এ প্রতিক্রিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

শনিবার ট্রাম্প বলেন, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও এফবিআই-কে ফ্লিন মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন বলেই তাকে নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে বহিষ্কৃত করা হয়েছিল। ট্রাম্পের এ বক্তব্য সত্যি হলে প্রেসিডেন্ট হিসেবে তিনি ন্যায়বিচার করতে পারেননি, বলছেন বিশ্লেষকরা। কারণ প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ ইস্যুতে ফ্লিনের নাম উঠে আসার পর সাবেক এফবিআই পরিচালক জেমস কোমিকে বহিষ্কার করেছিলেন ট্রাম্প। শুরু থেকেই রুশ হস্তক্ষেপের অভিযোগে প্রশ্নের মুখে প্রেসিডেন্ট হিসেব ট্রাম্পের জয়। দায়িত্ব নেয়ার ২৪ দিনের মাথায় গেল ডিসেম্বরে রাশিয়ার সাথে আতাঁতের অভিযোগে বহিষ্কৃত হন তার ঘনিষ্ঠ সহযোগী ফ্লিন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply