গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতারকৃতরা সরকার বিরোধী রাজনীতিতে সম্পৃক্ত: আইজিপি

|

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতারকৃতদের সরকার বিরোধী রাজনীতির সাথে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী।

সকালে পুলিশ হেডকোয়ার্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ছেলেধরা গুজবে কান না দিতে আহ্বান জানান। গুজবে পাত্তা দিয়ে গণপিটুনি দেয়া হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আইজিপি বলেন, গুজব ছড়ানোর অভিযোগে এরইমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বন্ধ করা হয়েছে ৬০টি ফেসবুক আইডি, ২৫টি ইউটিউব লিংক এবং ১০টি ওয়েব পোর্টাল।

আইজিপি বলেন, জনসচেতনতা বৃদ্ধির জন্য পুলিশের পক্ষ থেকে ছোট ছোট সভা করা হচ্ছে। একইসাথে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীদের নিয়ে পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া বিভিন্ন জনবহুল এলাকা সিসি ক্যামেরার আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে বলে জানান জাবেদ পাটোয়ারী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply