নেতানিয়াহুর দুর্নীতি, বিক্ষোভে উত্তাল তেলাবিব

|

দুর্নীতির অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেছে প্রায় ২০ হাজার মানুষ। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে নেতানিয়াহু-বিরোধী স্লোগানে শনিবার রাতভর উত্তপ্ত ছিল তেল আবিবের রাজপথ।

চারবারের নির্বাচিত প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দুর্নীতিকাণ্ডে প্রায় এক সপ্তাহ ধরে উত্তেজনা চলছে ইসরায়েলে। ঘুষগ্রহণসহ দু’টো মামলায় অভিযুক্ত তিনি। এসব মামলার তদন্ত প্রতিবেদন প্রকাশে পুলিশকে বাধা দিতে পার্লামেন্টে আইন পাশের প্রস্তাবে বিক্ষুব্ধ হয়ে ওঠে দেশটির জনগণ।

গত কয়েক সপ্তাহের মধ্যে শনিবারের বিক্ষোভ ছিল সবচেয়ে বড়। নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ, তিনি ব্যবসায়ীদেরকে অবৈধ সুবিধা দেয়ার বিনিময়ে তাদের কাছ থেকে উপহার গ্রহণ করেছেন। এছাড়া বেশি মিডিয়া কভারেজ দেয়ার জন্য একটি সংবাদমাধ্যমে মালিকের সাথে ঘুষের বিনিময়ে চুক্তি করার অভিযোগ রয়েছে বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply