রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০ অক্টোবর

|

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২০ অক্টোবর। চলবে ২২ অক্টোবর পর্যন্ত। এবার দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে না। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটি সভা শেষে এ সিদ্ধান্ত নেয়।

ভর্তি পরীক্ষা কমিটির তথ্যমতে, ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন ৩ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। চূড়ান্ত আবেদন ১৭ সেপ্টেম্বর শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর শেষ হবে। এ ইউনিটে মানবিক,সামাজিক বিজ্ঞান অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং আইন এর পরীক্ষা হবে। বি ইউনিটে ব্যবসায় শিক্ষা অনুষদ, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট এবং সি ইউনিটের অধীনে বিজ্ঞান, জীব ও ভূবিজ্ঞান এবং কৃষি অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিকে ১ জন শিক্ষার্থী শুধু ১ টি ইউনিট এ পরীক্ষা দিতে পারবে। প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা। চূড়ান্ত আবেদন ফি ১৯৮০ টাকা। লিখিত ও এমসিকিউ দুই পদ্ধতিতেই পরীক্ষা নেওয়া হবে। ভর্তি আবেদনের যোগ্যতা মানবিক এ সর্বনিম্ন ৭, বাণিজ্য ৭.৫০ ও বিজ্ঞান ইউনিটে ৮.০০ পয়েন্ট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply