নাটোরে শতবর্ষী সব গাছকে ‘বৃক্ষ মানিক’ ঘোষণা

|

স্টাফ রিপোর্টার, নাটোর
নাটোরে ‘মানিক আলোয় দূর হোক-মাদক অন্ধকার’ এই শ্লোগানে শতবর্ষী সব গাছকে বৃক্ষ মানিক ঘোষণা করা হয়েছে।পাশাপাশি অহেতুক গুজবের বিষয়ে সচেতনতামুলক সভা করেছে পুলিশ। বুধবার দুপুরে সদর উপজেলার দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয় চত্বরে শতবর্ষী একটি বট গাছকে বৃক্ষ মানিক হিসেবে ঘোষণার উদ্বোধন করেন নাটোরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন।

এসময় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, অতিরিক্ত পুলিশ সুপার আকরাম হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন সহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, মাদক নির্মূল করি, মানবতার নির্ভীক কর্মী এবং মাদক নির্মূল কমিটি সমাজের তিনটি অংশ নিয়ে মানিক নাম করা হয়েছে। আগামী দিনে শতবর্ষী বৃক্ষ রক্ষার পাশাপাশি নতুন বৃক্ষের সতেজ সবুজ পাতায় এই তিন বিষয়ে কথা বলবে। এজন্য সবাইকে বৃক্ষ রোপণের পাশাপাশি মাদক নির্মূলে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেন জেলা পুলিশ এবং স্বেচ্ছাসেবী সংগঠন খোলা জানালা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply