ট্রাক যখন রেল লাইনে

|

শামীম আল মামুন:টাঙ্গাইলঃ
টাঙ্গাইলের কালিহাতীর সল্লা এলাকায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেল লাইনে উঠে পড়ায় ঢাকা-উত্তরবঙ্গ রেল চলাচল বন্ধ হয়ে যায়। আজ সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে রেকার দিয়ে ট্রাকটি সড়ানো হলে সকাল সাড়ে আটটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন বলেন, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আজ সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গ গামী আনোয়ার সিমেন্ট সিট বুঝাই একটি ট্রাক কালিহাতীর সল্লা এলকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রেল লাইনের উপর উঠে যায়। এতে রেল লাইন কিছুটা ক্ষতিগ্রস্ত হলে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে যায়। বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন এলাকায় দুটি ট্রেন আটকা পড়ে। উদ্ধার কাজ শেষ হয়েছে । দুইঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এখন সব ট্রেন চলাচল করছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply